সিপাহি বিদ্রোহের অর্থনৈতিক কারণ
একশো বছরের কোম্পানি শাসনে দেশের অর্থনৈতিক ক্ষেত্রে এক নিদারুণ সংকটের সৃষ্টি হয়েছিল। পলাশি লুণ্ঠন দিয়ে যে অর্থনৈতিক শোষণের সূচনা হয়েছিল তা ভূমি- রাজস্ব ব্যবস্থার প্রবর্তন, অবশিল্পায়ন নীতি, শুল্ক নীতি ও অবাধ বাণিজ্য নীতির মাধ্যমে আরও সুদৃঢ় হয়েছিল। দাদাভাই নৌরজি দেখিয়েছেন, বিভিন্নভাবে কমপক্ষে বছরে ৩০ মিলিয়ন পাউন্ড পরিমাণ অর্থ ভারত থেকে নির্গমন হত। শিল্পবিপ্লবোত্তর যুগে অবাধ বাণিজ্যনীতি গ্রহণ অর্থ নিঃসরণের প্রক্রিয়াে আরও সহজ করেছিল।
Leave a reply
You must login or register to add a new comment .