মাদুরাই
তামিলনাড়ুর রাজধানী চেন্নাই থেকে প্রায় ৪৮০ কিলোমিটার দূরে তামিলনাড়ুর তৃতীয় বৃহত্তম শহর এবং ভারতের ঊনবিংশতম মহানগর মাদুরাই অবস্থিত। দক্ষিণ ভারতের শ্রেষ্ঠতম মন্দির মীনাক্ষী মন্দিরের অবস্থানের জন্য এই শহরটি প্রসিদ্ধি লাভ করেছে।
■ ভোপাল বা ভূপাল
(১) অবস্থান ও জনসংখ্যা : মধ্যপ্রদেশের রাজধানী ভূপাল হল ভারতের বিংশতম মহানগর।
■ বিশাখাপত্তনম
অন্ধ্রপ্রদেশের পূর্ব-উপকূলে বঙ্গোপসাগরের তীরে অবস্থিত বিশাখাপত্তনম ভারতের চতুর্থ বৃহত্তম বন্দর এবং একবিংশতম মহানগর । এই শহরেই ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কারখানা (হিন্দুস্থান শিপ ইয়ার্ড) অবস্থিত।
Leave a reply
You must login or register to add a new comment .