পূর্ণ প্রতিযোগিতা বাজারে অনেক ক্রেতা ও বিক্রেতা থাকে। প্রতিটি ক্রেতায় বাজার দাম কে প্রদত্ত বলে ধরে নিয়ে চাহিদার পরিমাণ স্থির করে। অন্যদিকে প্রতিটি বিক্রেতা বাজার দামকে প্রদত্ত ধরে নিয়ে জোগানের পরিমাণ স্থির করে। কিন্তু বাজারের ভারসাম্য দাম নির্ধারিত হয় চাহিদা ও যোগানের ঘাত প্রতিঘাতে।
পূর্ণ প্রতিযোগিতা বাজারে কিভাবে ভারসাম্য দাম নির্ধারিত হয় তা নিম্নের ছবির মাধ্যমে ব্যাখ্যা করা হলো –
উপরের ছবিতে অনুভূমিক অক্ষে চাহিদা ও যোগানের পরিমাণ করা হলো এবং উলম্ব অক্ষে দাম পরিমাপ করা হলো। DP হল চাহিদা রেখার এবং SP হলো যোগান রেখা। চাহিদা ও যোগান রেখা পরস্পর E বিন্দুতে ছেদ করেছে। এই বিন্দুটিকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ভারসাম্য বিন্দু বলা হয়। এই বিন্দুতে দাম OPe এই দামে চাহিদা ও যোগান উভয় PeEএর সাথে সমান। কাজেই এদামে চাহিদা ও যোগান পরস্পর সমান হচ্ছে। অন্য কোন দামে চাহিদা ও যোগান পরস্পর সমান হবে না। যেমন –
মনে করা যাক দাম OP1, এই দামে মোট চাহিদা হবে P1B কিন্তু মোট যোগান হবে P1A তাহলে AB হবে অতিরিক্ত চাহিদা। আবার যদি দাম OP2 হয় তাহলে চাইতে হবে P2G এবং যোগান হবে P2F । এখানে অতিরিক্ত যোগান হবে GF দাম যদি OPe হয় তাহলে জায়গাও যোগান পরস্পর সমান হবে এবং ভারসাম্য দাম অর্জিত হবে।
Leave a reply
You must login or register to add a new comment .