GATT ও WTO এর মধ্যে দুটি পার্থক্য
১। GATT এর কোনো আইনি সত্তাছিল না। কিন্তু WTO এর আইনি শর্ত আছে। একটি আন্তর্জাতিক চুক্তি মাফিক এর সৃষ্টি এবং পরে তা বিভিন্ন সদস্যদের সরকার ও আইনসভা এই চুক্তি সমর্থন এবং গৃহীত হয়েছে।
২। GATT অনুসারে বিভিন্ন সদস্য বাণিজ্য সম্পর্কিত বিভিন্ন চুক্তি গ্রহণ করতে পারে কিন্তু কোন দেশ ওই মানতে বাধ্য নয় (অর্থাৎ, সদস্য দেশগুলি ওই বিশেষ চুক্তিতে স্বাক্ষরকারী দেশ না হয়)। অন্যদিকে, WTO অনুসারে সদস্য দেশগুলির মধ্যে সমঝোতা পত্রগুলিতে উল্লেখিত নিয়ম নীতি প্রতিটি সদস্যদেশ অনুসরণ করতে বাধ্য।
Leave a reply
You must login or register to add a new comment .