জীবন বীমা
জীবন বীমা হল কোন বীমাকারী প্রতিষ্ঠান এবং বিমাগরিতার মধ্যে সম্পাদিত এক চুক্তি যার মাধ্যমে বীমা কবিতার অনিশ্চিত জীবনের ঝুঁকি বীমা কারী প্রতিষ্ঠানের কাছে হস্তান্তরিত করা হয়। এক্ষেত্রে বীমা গ্রহিতার মেয়াদ উত্তীর্ণ হলে বীমা মাশুল বা বীমা প্রিমিয়াম বাবদ প্রদত্ত অর্থ আশ্বাসিত অতিরিক্ত অর্থ বীমা কারী প্রতিষ্ঠানের কাছ থেকে ফেরত পাই।
সাধারণ বীমা
সাধারণ বীমা হল কোন বীমাকারি প্রতিষ্ঠান এবং বীমা গ্রহিতার মধ্যে সম্পাদিত এক চুক্তি যার মাধ্যমে বীমা গ্রহিতা তার বিমাকৃত বস্তুর ক্ষতিজনিত (যেমন – আগুন লাগা, চুরির ঘটনা কবলিত ইত্যাদি) বীমা কারী প্রতিষ্ঠানের কাছে হস্তান্তরিত করে। এক্ষেত্রে বীমা গ্রহিতার মেয়াদকাল উত্তীর্ণ হলে বিমান মাশুল বা বীমা প্রিমিয়াম বাবদ প্রদত্ত আশ্বাসিত অতিরিক্ত অর্থ বিভাগের প্রতিষ্ঠানের কাছ থেকে ফেরত পাই না। এক্ষেত্রে বীমা মাসুলের হার অবশ্য জীবন বীমা আসলে চেয়ে কম হয়।
Leave a reply
You must login or register to add a new comment .