ঠান্ডা লড়াইয়ের কারণ
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালে রাশিয়া ও পশ্চিমী রাষ্ট্রগুলির মধ্যে বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠলেও তাদের মধ্যে মতানৈক্য, সন্দেহ ও বিদ্বেষের জন্য রাশিয়া ও আমেরিকার পশ্চিমী রাষ্ট্রজোটের মধ্যে মতানৈক্য দেখা দেয় এবং একটি যুদ্ধের বাতাবরণ সৃষ্টি হয়।
যদিও ঐতিহাসিক মহলে এর কারণ সম্পর্কে মতভেদ আছে। অনেকেই মনে করেন, এটি হল মার্কিন পুঁজিবাদ বনাম রাশিয়ার সাম্যবাদের লড়াই।
আবার অধ্যাপক উইলিয়মস্, গ্যাব্রিয়েল কলকো এর পিছনে অর্থনৈতিক কারণকে দায়ী করেছেন। তাঁদের মতে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকা বিশ্বের শ্রেষ্ঠ অর্থনৈতিক শক্তিতে পরিণত হয়। ফলে সমগ্র বিশ্বের বাজারে আমেরিকা আধিপত্য বিস্তারের চেষ্টা করে। রাশিয়া আমেরিকার এই নীতিকে মেনে নিতে পারেনি, ফলে রাশিয়ার সঙ্গে আমেরিকার সংঘাত তীব্র হতে শুরু করে।
Leave a reply
You must login or register to add a new comment .