পটাডাম সম্মেলন
১৯৪৫ খ্রিস্টাব্দের ১৭ জুলাই থেকে ২ আগস্ট বার্লিনের পটাডাম শহরে মিত্রপক্ষের নেতৃমণ্ডলীর এক সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলন পটাডাম সম্মেলন নামে পরিচিত।
এই সম্মেলনে স্ট্যালিন, হ্যারি ট্রুম্যান, ক্লিমেন্ট এটলি উপস্থিত ছিলেন। এই সম্মেলনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি হল, ফ্রান্স, ব্রিটেন, আমেরিকা, রাশিয়া ও চিনের পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে একটি পরিষদ গঠিত হবে এবং এর প্রধান কার্যালয় হবে লন্ডন। এই সম্মেলনে ঘোষণা করা হয় যে অস্ট্রিয়ার কাছ থেকে কোনো ক্ষতিপূরণ আদায় করা হবে না। তেহেরান থেকে মিত্রপক্ষীয় সেনাবাহিনী প্রত্যাহার করা হবে।
এছাড়াও এই সম্মেলনে জার্মানিকে পঙ্গু করে রাখার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়, পোল্যান্ডে একটি অস্থায়ী সরকার প্রতিষ্ঠা করা হয়। এর পর এই অস্থায়ী সরকার নির্বাচনের মাধ্যমে একটি স্থায়ী সরকার গঠন করবে।
Leave a reply
You must login or register to add a new comment .