বারিমন্ডল
১। পৃথিবীর বৃহত্তম ও গভীরতম মহাসাগর কোনটি?
উত্তর : প্রশান্ত মহাসাগর।
২। হিমশৈল কাকে বলে?
উত্তর : সমুদ্রে বিচ্ছিন্নভাবে ভাসমান বিশাল বরফের স্তূপকে হিমশৈল বলে।
৩। হিমপ্রাচীর কী?
উত্তর : কানাড়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ব সীমান্তে অবস্থিত উত্তর আটলান্টিক মহাসাগরের সুমেরু অঞ্চল থেকে আগত ল্যাব্রাডার স্রোতের শীতল ও গাঢ় সবুজ রঙের জলের পাশ দিয়ে বিপরীত দিকে প্রবাহিত উপসাগরীয় স্রোতের উষ্ণ ও গাঢ় নীল জলের সীমারেখা স্পষ্ট দেখা যায়, এই সীমারেখাকে হিমপ্রাচীর বলে।
৪। জাপান উপকূল কোন্ স্রোতের প্রভাবে উষ্ণ থাকে?
উত্তর : জাপান উপকূল উষ্ণ কুরোশিয়ো স্রোতের প্রভাবে উষ্ণ থাকে।
৫। পৃথিবীর দ্বিতীয় গভীরতম মহাসাগর কোনটি?
উত্তর : ভারত মহাসাগর।
৬। কোন্ মহাসাগর উত্তর-দক্ষিণে বেশি বিস্তৃত ?
উত্তর : আটলান্টিক মহাসাগর।
৭। পৃথিবীর গভীরতম খাত কোনটি?
উত্তর : প্রশান্ত মহাসাগরের মারিয়ানা খাত।
৮। কোন্ মহাসাগরের স্রোত বিভিন্ন ঋতুতে বিভিন্ন দিকে প্রবাহিত হয়?
উত্তর : ভারত মহাসাগরের।
৯। পৃথিবীর একই স্থানে দিনে ক’বার জোয়ার হয়?
উত্তর : পৃথিবীর একই স্থানে দিনে দু’বার জোয়ার হয়, (১) একবার মুখ্য জোয়ার এবং (২) একবার গৌণ জোয়ার।
১০। দুইটি গৌণ জোয়ার বা দুইটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কত হয়?
উত্তর : ২৪ ঘণ্টা ৫২ মিনিট।
১১। একটি মুখ্য জোয়ার ও একটি গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কত হয়?
উত্তর : ১২ ঘণ্টা ২৬ মিনিট।
১২। কোন্ কোন্ তিথিতে ভরা জোয়ার হয়?
উত্তর : অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে।
১৩। কোন্ তিথিতে মরা জোয়ার হয়?
উত্তর : কৃষ্ণ ও শুক্ল পক্ষের অষ্টমী তিথিতে।
১৪। বানডাকা কোন জোয়ারের সঙ্গে হয়?
উত্তর : ভরা জোয়ারের সঙ্গে হয়।
১৫। কোন্ ঋতুতে বানডাকা সংঘটিত হয়?
উত্তর : বর্ষা ঋতুতে।
১৫। জোয়ারভাটা খেলে এরূপ একটি নদীর নাম কর।
উত্তর : হুগলি নদী বা টেমস নদী।
১৬। শৈবাল সাগর বলতে কী বোঝ ?
উত্তর : উত্তর আটলান্টিক ও উত্তর প্রশান্ত মহাসাগরে অবস্থিত ভাসমান আগাছা ও শৈবালে পূর্ণ বিস্তৃত স্রোতহীন জলভাগকে ‘শৈবাল সাগর’ বলে।
১৭। হিমপ্রাচীর কোন্ মহাসাগরে দেখা যায়?
উত্তর : আটলান্টিক মহাসাগরে।
১৮। পৃথিবীর একটি স্থানে দিনে ক’বার জোয়ারভাটা হয়।
উত্তর : পৃথিবীর একটি স্থানের দুবার জোয়ার ও দুবার ভাটা হয়।
Leave a reply
You must login or register to add a new comment .