আবহাওয়া ও জলবায়ুর উপর আর্দ্রতার প্রভাব
বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণের ওপর স্থানীয় আবহাওয়া অনেকাংশে নির্ভরশীল। মেঘ, বৃষ্টি, কুয়াশা, প্রভৃতি নৈসর্গিক ব্যাপার, জলীয় বাষ্পের ঘনীভবনের ফল। কোনো স্থানের বায়ুতে দীর্ঘকাল জলীয় বাষ্পের অভাব হলে সেখানে মরুভূমির সৃষ্টি হয়। আবার সেই স্থানের বায়ুতে পরে দীর্ঘসময় ধরে জলীয়বাষ্পের পরিমাণ বৃদ্ধি পেলে সেখানে বৃষ্টিপাত হয় এবং মরুপ্রায় অঞ্চল শস্য-শ্যামল হয়ে ওঠে।
Leave a reply
You must login or register to add a new comment .