বায়ুর উষ্ণতার তারতম্যের সঙ্গে বায়ুচাপের সম্পর্ক
তাপমাত্রার বৃদ্ধিতে বায়ু প্রসারিত হয় এবং হালকা হয়ে যায়। হালকা বায়ুর চাপও কম হয়। অতএব, বায়ুতে যখন তাপ বেশি হয় তখন বায়ুর চাপ কম হয়। অনুরূপভাবে বায়ুর উষ্ণতা হ্রাস পেলে বায়ুর ঘনত্ব বেড়ে যায় ফলে বায়ুর চাপও বৃদ্ধি পায়।
কাজেই উষ্ণতার সঙ্গে বায়ুচাপ বিপরীত অনুপাতে পরিবর্তিত হয়। অর্থাৎ উষ্ণতা কমলে বায়ুচাপ বাড়ে এবং উষ্ণতা বাড়লে বায়ুচাপ কমে। কাজেই বায়ুচাপ সম্পূর্ণভাবে উষ্ণতার ওপর নির্ভর করে। নিরক্ষীয় অঞ্চলে বায়ু উষ্ণ হওয়ায় ওখানে বায়ুর চাপ কম। আবার দুই মেরু অঞ্চলে অতিরিক্ত ঠাণ্ডার জন্য বায়ুচাপ বেশি হয়।
Leave a reply
You must login or register to add a new comment .