রাজ্যপালের ক্ষমতা ও কার্যাবলি
রাজ্যের শাসন বিভাগের প্রধান হলেন রাজ্যপাল সেই হিসেবে রাজ্যপাল কতকগুলি ক্ষমতা ভোগ করেন। যেমন-
(১) শাসন সংক্রান্ত ক্ষমতা
রাজ্যপাল রাজ্যের সবরকম প্রশাসনিক কাজ সম্পাদন করেন। যেমন—মুখ্যমন্ত্রী ও রাজ্যমন্ত্রীসভার সদস্যদের নিয়োগ, মন্ত্রীদের দপ্তর বণ্টন, রাষ্ট্রপতি শাসনের জন্য রাষ্ট্রপতির কাছে সুপারিশ করা ইত্যাদি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
(২) আইন সংক্রান্ত ক্ষমতা
রাজ্যের -দ্বিকক্ষ বিশিষ্ট আইন সভায় বিধান পরিষদে রাজ্যের রাজ্যপাল মনে করলে শিল্প, সাহিত্য, বিজ্ঞান প্রভৃতি বিষয়ে পারদর্শী ব্যক্তিকে নিয়োগ করতে পারেন, আইন সভার অধিবেশন আহ্বান ও স্থগিত করতে, আইনে পরিণত করার জন্য প্রেরিত কোনো বিলে সম্মতি প্রদান করতে পানে।
(৩) অর্থ সংক্রান্ত ক্ষমতা
রাজ্যপালের সম্মতি ছাড়া রাজ্য আইন সভায় কোনো অর্থ বিল উত্থাপন করা যায় না। রাজ্যপাল রাজ্যের বাজেট সম্পর্কিত আলোচনা এবং জরুরি অবস্থার মোকাবিলায় অর্থ সাহায্য প্রভৃতি বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
(৪) বিচার সংক্রান্ত ক্ষমতা
দেওয়ানি আদালতের বিচারপতি, অতিরিক্ত জেলা জজ, দায়রা জজ প্রভৃতি পদাধিকারীদের রাজ্যপাল নিয়োগ করেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির দণ্ড হ্রাস, স্থগিতাদেশ বা দণ্ডমুকুব করার ক্ষমতা রাজ্যপালের আছে। কিন্তু মৃত্যুদণ্ডাজ্ঞা প্রাপ্ত ব্যক্তি র মৃত্যুদণ্ড রদ করার ক্ষমতা রাজ্যপালের নেই।
(৫) স্বেচ্ছাধীন ক্ষমতা
মুখ্যমন্ত্রী বা মন্ত্রী সভার পরামর্শ ছাড়াই রাজ্যপাল কিছু বিশেষ ক্ষমতা ভোগ করেন তা হল রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা। যেমন—মুখ্যমন্ত্রীর নিয়োগ, মন্ত্রীসভার বরখাস্ত, বিধান সভা ভেঙে দেওয়া ইত্যাদি কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে রাজ্যের রাজ্যপাল স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করতে পারেন।
Leave a reply
You must login or register to add a new comment .