ভারতের রাষ্ট্রপতির জরুরি সংক্রান্ত ক্ষতা
রাষ্ট্রপতি হলেন ভারতের নিয়মতান্ত্রিক প্রধান। তাই রাষ্ট্রপতির হাতে ভারতের সংবিধান কতকগুলি ক্ষমতা দান করেছে। তার মধ্যে জরুরি অবস্থা ঘোষণা করার ক্ষমতা বিশেষ উল্লেখযোগ্য। বিশেষ বিশেষ পরিস্থিতির উদ্ভব হলে রাষ্ট্রপতি জরুরি ক্ষমতা প্রয়াগ করতে পারেন। যেমন—
(ক) ভারতের অভ্যন্তরে সশস্ত্র বিদ্রোহ, যুদ্ধ বা বৈদেশিক আক্রমণ এই সব পরিস্থিতির লার জন্য রাষ্ট্রপতি দেশে জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন।
জরুরি অবস্থা চলাকালীন রাজ্যগুলির শাসন ও আইন প্রণয়ন করার ক্ষমতা সরাসরি ভারতীয় সংসদ ও কেন্দ্রীয় সরকারের ওপর বর্তে থাকে। তখন দেশে এককেন্দ্রীয় শাসন ব্যবস্থা কার্যকারী হয়। এমনকি রাষ্ট্রপতি মনে করলে নাগরিকের মৌলিক অধিকারের ওপর স্থগিতাদেশ জারি করতে পারেন।
(খ) যদি কোনো রাজ্যে শাসনতান্ত্রিক অচলাবস্থার সৃষ্টি হয় তবে সেই রাজ্যের রাজ্যপালের সুপারিশের ভিত্তিতে রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন। রাষ্ট্রপতি তখন রাজ্যের শাসনভার নিজের হাতে গ্রহণ করেন। রাজ্যপাল কেন্দ্রীয় সরকারের নির্দেশ মতো রাজ্যের শাসন পরিচালনা করে থাকেন।
(গ) সমগ্র দেশ বা দেশের কোনো রাজ্যে যদি আর্থিক ভারসাম্য, সুনাম, আর্থিক নিরাপত্তা বিঘ্নিত হয় তবে সেই উদ্ভুত পরিস্থিতির মোকাবিলায় ভারতের রাষ্ট্রপতি অর্থনৈতিক জরুরি অবস্থা ঘোষণা করে রাজ্যের অর্থনৈতিক বিধিনিষেধ আরোপ, ব্যয় সংকোচ করার নির্দেশ দিতে পারেন। বিচারপতিদের বেতন কমিয়ে দিতে পারেন।
উপরিউক্ত পরিস্থিতির মোকাবিলার জন্য ভারতের রাষ্ট্রপতিকে সংবিধানে জরুরি সংক্রান্ত ক্ষমতা প্রদান করা হয়েছে।
Leave a reply
You must login or register to add a new comment .