কংগ্রেসে সমাজতন্ত্রী দলের উদ্ভব
ভারতের জাতীয় কংগ্রেস তার প্রতিষ্ঠাকাল থেকে স্বাধীনতা আন্দোলনে উল্লেখযোগ্য অবদান রাখে। কিন্তু বিংশ শতাব্দীর দ্বিতীয় দশক থেকে জাতীয় রাজনীতিতে বামপন্থী মনোভাব জাগ্রত হয়। নেতাজি সুভাষ বোস, জহরলাল নেহরু প্রমুখ নেতা জাতীয় আন্দোলনে সংগ্রামী মনোভাব জাগিয়ে তোলেন। পরবর্তীকালে অরুণা আসফ আলি, জয়প্রকাশ নারায়ণ, আচার্য নরেন্দ্র দেব, রামমনোহর লোহিয়া প্রমুখ নেতা সমাজতান্ত্রিক মত পোষণ করতে থাকেন। কংগ্রেসের এই তরুণ প্রজন্ম কংগ্রেসের ভিতরে এবং কর্মসূচি রুগায়ণের জন্য কংগ্রেসকে চাপ দিতে থাকে।
১৯৩৪ খ্রিস্টাব্দে কংগ্রেস সমাজতন্ত্রী দল গঠন করে, যদিও জাতীয় কংগ্রেসের আদি নেতৃবৃন্দ এবং গান্ধিজি এই বিষয়টিকে ভালো মনে মেনে নেননি। তবে ভারতের জাতীয় আন্দোলনে কংগ্রেসের এই সমাজতন্ত্রী মনোভাব এক নতুন মাত্রা সংযোজন করেছিল।
Leave a reply
You must login or register to add a new comment .