মুসোলিনীর বৈদেশিক নীতি
বৈদেশিক নীতির ক্ষেত্রে মুসোলিনী ফ্যাসিবাদী সরকারের নীতি প্রয়োগ করেন। মুসোলিনীর পররাষ্ট্র নীতির মূল লক্ষ্য ছিল সাম্রাজ্যবাদ। আন্তর্জাতিক পরিস্থিতির সুযোগে ইটালির জাতীয় গৌরব ও প্রতিপত্তি স্থাপন করাই ছিল মুসোলিনীর আর এক উদ্দেশ্য। ‘I am all for motion.” মুসোলিনীর এই উক্তির মধ্য থেকে তার পররাষ্ট্র নীতির চেহারা পরিস্ফুট হয়ে ওঠে। সাম্রাজ্য বিস্তার ও উপনিবেশ স্থাপন করার পিছনে ইটালির যুক্তি ছিল ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধিজনিত সমস্যার সমাধান। ব্রিটেন ও ফ্রান্সকে পরস্পরের বিরুদ্ধে যুদ্ধে লেলিয়ে দিয়ে, রাশিয়ার বিরুদ্ধে উত্তেজিত করে আন্তর্জাতিক ক্ষেত্রে আধিপত্য স্থাপন ও সাম্রাজ্য বিস্তার করার নীতি মুসোলিনী গ্রহণ করেন। এজন্য মুসোলিনী ঘোষণা করেন—“ফ্যাসিস্ট ইটালির প্রধানতম কর্তব্য হল তার পদাতিক, নৌ ও বিমান বাহিনীকে সব সময় প্রস্তুত রাখা। এক মুহূর্তের মধ্যে আমরা যাতে পঞ্চাশ লক্ষ সৈন্যকে সামরিক সজ্জায় সজ্জিত করতে পারি, সেদিকে আমাদের দৃষ্টি রাখতে হবে। তাহলে আমাদের দাবি ও অধিকার স্বীকৃতি লাভ করবে।”
Leave a reply
You must login or register to add a new comment .