পৃথিবীর ভূমিকম্পপ্রবণ অঞ্চল
মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত আন্তর্জাতিক ভূমিকম্প সমীক্ষা কেন্দ্রের মতে বর্তমানে পৃথিবীতে ভূমিকম্পের ঘটনা প্রধানত তিনটি ভূমিকম্প বলয়ে সীমাবদ্ধ রয়েছে। এই তিনটি ভূমিকম্প বলয় হল :
(১) ইউরোপ ও এশিয়া মহাদেশের (এই মহাদেশ দুটোকে একসঙ্গে ইউরেশিয়া বলা হয়) হিমালয় ও আল্পস পার্বত্য বলয়।
এই ভূমিকম্প বলয়টি আল্পস পর্বত থেকে ভূমধ্যসাগরের উত্তরদিকের উপকূলভাগ দিয়ে ইরাণ মালভূমি, ককেসাস পর্বত, হিমালয় পর্বত, মেঘালয় মালভূমি এবং মায়ানমার থেকে পূর্বভারতীয় দ্বীপপুঞ্জ পর্যন্ত প্রসারিত;
(২) প্রশান্ত মহাসাগরের উভয় তীরস্থ (পূর্ব তীরে অবস্থিত রকি ও আন্দিজ পার্বত্য অঞ্চল এবং প্রশান্ত মহাসাগরের পশ্চিম তীরস্থ ফিলিপাইন্স ও জাপান দ্বীপপুঞ্জ) ভূমিকম্প বলয় এবং
(৩) মধ্য আটলান্টিক ভূমিকম্প বলয়।
Leave a reply
You must login or register to add a new comment .