রাওলাট আইন
ব্রিটিশ সরকার ১৯১৮ খ্রিস্টাব্দে রাওলাটের নেতৃত্বে একটি অনুসন্ধান কমিটি নিয়োগ করে। এই কমিটি ১৯১৯ খ্রিস্টাব্দের মার্চ মাসে দুটি কুখ্যাত আইন পাস করে। তার একটি হল, রাজদ্রোহিতার মামলার বিচারের সময় ভারতীয়রা বিচারালয়ের রায়ের বিরুদ্ধে কোনো আপিল করার সুযোগ পাবে না। দ্বিতীয়টি হল ফৌজদারি দণ্ডবিধির দায়িত্ব ম্যাজিস্ট্রেট ও পুলিশ প্রশাসনের হাতে দেওয়া হয়। এই আইনগুলি রাওলাট আইন নামে পরিচিত।
এই কুখ্যাত আইনের বিরুদ্ধে ভারতীয়রা গর্জে ওঠে। বিভিন্ন পত্র-পত্রিকা এই আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানায়, গান্ধিজি এই আইনের বিরুদ্ধে সত্যাগ্রহ আন্দোলনকে পরিচালনা করেন। যদিও রাওলাট সত্যাগ্রহ ব্যর্থ হয়, তথাপি এই আন্দোলন দেশের সাধারণ মানুষকে সংগ্রামমুখী করে বৃহত্তর আন্দোলনের দিকে ঠেলে দেয়।
Leave a reply
You must login or register to add a new comment .