প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ
১৯১৪ খ্রিস্টাব্দের ২৮ জুন অস্ট্রিয়ার যুবরাজ ফার্দিনান্দ ও তাঁর স্ত্রী সোফিয়া বসনিয়ার রাজধানী সেরাজেভো শহরে বেড়াতে এলে ‘ব্লাক হ্যান্ড সন্ত্রাসবাদী দলের এক আততায়ী প্রকাশ্যে তাঁদের হত্যা করে। এই ঘটনা সেরাজেভো হত্যাকাণ্ড নামে পরিচিত।
যদিও ‘আতৃতায়ী’ অস্ট্রিয়ার অধিবাসী তবুও জাতিতে স্লাভ হওয়ায় হত্যাকাণ্ডের জন্য সার্বিয়াকে দায়ী করা হয়। তাই এই হত্যাকাণ্ডের জন্য অস্ট্রিয়া সার্বিয়াকে শর্তসাপেক্ষে এক চরম পত্র পাঠায়। কিন্তু সার্বভৌমত্বের প্রশ্নে সার্বিয়া অনেক দাবিই মেনে নেয়নি। ফলস্বরূপ অস্ট্রিয়া-সার্বিয়া যুদ্ধ শুরু হয়ে যায়। এই যুদ্ধই পরবর্তী সময়ে বিশ্বযুদ্ধের রূপ পরিগ্রহ করে।
Leave a reply
You must login or register to add a new comment .