স্থানীয় সময়
ভারতের প্রমাণ সময় নির্ণয়কারী নিজের আবর্তন গতিতে পৃথিবী প্রতি ২৪ ঘন্টায় একবার পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে। তাই প্রতি ২৪ ঘন্টায় প্রতিটি দ্রাঘিমা রেখাই একবার সূর্যের সামনে এসে পড়লে সূর্য সেখানে লম্বভাবে কিরণ দেয়। ফলে প্রতিটি দ্রাঘিমা রেখাতেই প্রতি ২৪ ঘন্টায় একবার মধ্যাহ্ন হয় বা বেলা ১২টা বাজে। এই মধ্যাহ্নের হিসাবেই সেই স্থানের বাকি সময় নির্ণয় করা হয়। একদিনের মধ্যাহ্ন থেকে পরের দিনের মধ্যাহ্ন পর্যন্ত সময়ের ব্যবধান হয় ২৪ ঘন্টা। ঘন্টাকে ৬০ ভাগে ভাগ করে মিনিট এবং মিনিটকে ৬০ ভাগে ভাগ করে সেকেন্ড নিরূপণ করা হয়। মধ্যাহ্ন সময়ের পূর্ববর্তী সময়কে am এবং পরবর্তী সময়কে pm বলা হয়। এইভাবে আকাশে মধ্যাহ্ন সূর্যের সর্বোচ্চ অবস্থান অনুসারে কোনো স্থানের যে সময় নির্ণয় করা হয়, সেই সময়কে সেই স্থানের স্থানীয় সময় বলে।
একই দ্রাঘিমা রেখায় অবস্থিত বিভিন্ন স্থানে একই সময়ে মধ্যাহ্ন হয়ে থাকে, তাই তাদের স্থানীয় সময়ও এক হয়। এছাড়া, যে স্থান যত পূর্ব দ্রাঘিমায় রয়েছে সেই স্থানের স্থানীয় সময় তত এগিয়ে থাকে এবং যে স্থানের অবস্থান যত পশ্চিমে সেখানকার স্থানীয় সময় তত পিছিয়ে থাকে।
Read More
- টীকা লেখো : আন্তর্জাতিক তারিখরেখা
- টীকা লেখো : ভারতীয় প্রমাণ সময়
- টীকা লেখো : প্রমাণ সময়।
- টীকা লেখো : প্রতিপাদ স্থান।
- টীকা লেখো : am ও pm
- টীকা লেখো : দ্রাঘিমা।
- টীকা লেখো : অক্ষাংশ।
- টীকা লেখো : নিরক্ষরেখা এবং মূল মধ্যরেখা।
- টীকা লেখো : মহাবৃত্ত।
- টীকা লেখো : গ্রিনিচের সময়।
- টীকা লেখো : সমাক্ষরেখা ও দেশান্তর বা দ্রাঘিমারেখা।
Leave a reply
You must login or register to add a new comment .