প্রমাণ সময়
পৃথিবীর বিভিন্ন দ্রাঘিমা রেখায় অবস্থিত স্থানগুলোর স্থানীয় সময় এক এক রকমের হয়। দ্রাঘিমার পরিবর্তনের ফলে স্থানীয় সময়ের তারতম্য ঘটে। তাই কোনো বিরাট দেশে একাধিক দ্রাঘিমারেখা থাকার জন্য বিভিন্ন দ্রাঘিমারেখার স্থানীয় সময় বিভিন্ন হয়। কিন্তু একই দেশে বিভিন্ন স্থানীয় সময় দিয়ে কাজ চালাতে খুবই অসুবিধা হয়। স্থানীয় সময়ের এই অসুবিধা দুর করার জন্য প্রত্যেক দেশের প্রায় মাঝামাঝি অবস্থিত যে দ্রাঘিমা রেখার সময় অনুসারে সেই দেশের রেল, ডাক, বেতার এবং প্রশাসনিক কাজ চালানো হয় সেই সময়কেই সেই দেশের প্রমাণ সময় বলে।
সাধারণত ১ ঘন্টা বা ৩০ মিনিট সময়ের তফাতে বিভিন্ন দেশে প্রমাণ সময় ঠিক করা হয়। যে সব দেশ পূর্ব-পশ্চিমে বেশি চওড়া, সেসব দেশে একাধিক প্রমাণ সময় থাকে। যেমন : কানাডা, চিন, অস্ট্রেলিয়া, রাশিয়া বা মার্কিন যুক্তরাষ্ট্রে একাধিক প্রমাণ সময় ব্যবহৃত হয়।
উদাহরণ হিসেবে বলা যায়, ভারতের প্রায় মাঝামাঝি স্থানে এলাহাবাদের কাছে অবস্থিত ৮২°৩০′ পূর্ব দ্রাঘিমা রেখার স্থানীয় সময়কে ভারতের প্রমাণ সময় হিসেবে ধরা হয়।
Read More
- টীকা লেখো : আন্তর্জাতিক তারিখরেখা
- টীকা লেখো : স্থানীয় সময়।
- টীকা লেখো : ভারতীয় প্রমাণ সময়
- টীকা লেখো : প্রতিপাদ স্থান।
- টীকা লেখো : am ও pm
- টীকা লেখো : দ্রাঘিমা।
- টীকা লেখো : অক্ষাংশ।
- টীকা লেখো : নিরক্ষরেখা এবং মূল মধ্যরেখা।
- টীকা লেখো : মহাবৃত্ত।
- টীকা লেখো : গ্রিনিচের সময়।
- টীকা লেখো : সমাক্ষরেখা ও দেশান্তর বা দ্রাঘিমারেখা।
Leave a reply
You must login or register to add a new comment .