আন্তর্জাতিক তারিখরেখা
পৃথিবীর পরিধির কৌণিক মাপ ৩৬০°। নিজের অক্ষের ওপর একপাক ঘুরতে বা ৩৬০° বৃত্তাকার পথ অতিক্রম করতে পৃথিবীর সময় লাগে ২৪ ঘন্টা। এই হিসেবে প্রতি ১ ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হয় ৪ মিনিট । পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে, তাই পূর্ব দ্রাঘিমার স্থানীয় সময় প্রতি ১ ডিগ্রির পার্থক্যে ৪ মিনিট এগিয়ে থাকে এবং পশ্চিম দ্রাঘিমার স্থানীয় সময় প্রতি ১ ডিগ্রীর পার্থক্যে ৪ মিনিট পিছিয়ে থাকে। তাই মূলমধ্যরেখা বা গ্রিনিচ থেকে পূর্ব দিকে যাত্রা করে ১৮০° পূর্ব দ্রাঘিমা রেখায় পৌঁছলে স্থানীয় সময় ১২ ঘন্টা এগিয়ে যায় (১৮০ × ৪ = ৭২০ মিনিট = ১২ ঘন্টা) আর মূলমধ্যরেখা বা গ্রিণিচ থেকে পশ্চিম দিকে যাত্রা করে ১৮০° পশ্চিম দ্রাঘিমা রেখায় পৌঁছোলে একইভাবে স্থানীয় সময় ১২ ঘন্টা পিছিয়ে যায়। কাজেই ১৮০° পূর্ব বা পশ্চিম দ্রাঘিমা রেখার দু’পাশে সময়ের পার্থক্য দাঁড়ায় ১২ ঘণ্টা + ১২ ঘন্টা = ২৪ ঘন্টা অর্থাৎ ১ দিন।
এই অসুবিধা দূর করার জন্য পৃথিবীর মানচিত্রে প্রশান্ত মহাসাগরের জলভাগের ওপর দিয়ে মোটামুটিভাবে ১৮০° দ্রাঘিমারেখাকে অনুসরণ করে আন্তর্জাতিক তারিখরেখার প্রবর্তন করা হয়েছে। অর্থাৎ আন্তর্জাতিক তারিখরেখা হল এমন একটি কাল্পনিক রেখা, যে রেখা ১৮০° দ্রাঘিমা রেখাকে মোটামুটি অনুসরণ করে প্রশান্ত মহাসাগরের জলভাগের ওপর দিয়ে পৃথিবীর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত। আন্তর্জাতিক তারিখরেখাটি প্রধানত প্রশান্ত মহাসাগরের জলের ওপর দিয়ে প্রসারিত হলেও অল্প কয়েকটি স্থানে স্থলভাগের ওপরে অবস্থান করছে। এই সব স্থলভাগে পাশাপাশি দুটি স্থানের সময় ও তারিখ নিয়ে খুবই সমস্যার সৃষ্টি হয়। শুধুমাত্র স্থানীয় অধিবাসীদের সুবিধার জন্য কিছুটা পূর্বে বা পশ্চিমে বাঁকিয়ে দেওয়া হয়েছে। যেমন : উত্তর দিকে আন্তর্জাতিক তারিখ রেখাকে সাইবেরিয়ার উত্তর-পূর্ব অংশে কিছুটা পূর্বে এবং অ্যালুউশিয়ান দ্বীপপুঞ্জের কাছে ৭° পশ্চিমে বাঁকিয়ে দেওয়া হয়েছে, এরপর দক্ষিণ দিকে এই রেখাটিকে চ্যাথাম, ফিজি প্রভৃতি দ্বীপপুঞ্জের কাছে ১১° পূর্বে বাঁকিয়ে স্থলভাগকে এড়িয়ে সম্পূর্ণভাবে জলভাগের ওপর দিয়ে কল্পনা করা হয়েছে। তা না হলে একই দেশের আন্তর্জাতিক তারিখরেখার দু’দিকে দু’রকম সময় সূচিত হত, এতে স্থানীয় অধিবাসীদের বার নির্ণয় করতে অসুবিধা হত। কাজেই আন্তর্জাতিক তারিখরেখা সর্বত্র ১৮০° দ্রাঘিমারেখাকে অনুসরণ করেনি এবং এই রেখাটি স্থানে স্থানে বাঁকা।
আন্তর্জাতিক রেখা থেকে দিন ও তারিখের পরিবর্তন হয়, এই জন্য এই রেখাকে ‘তারিখ বিভাজন রেখা’ বলা হয়। গ্রিনিচের পশ্চিমদিক থেকে আন্তর্জাতিক তারিখ রেখা অতিক্রম করার সময় তারিখ ১ দিন বাড়িয়ে নিতে হয় আর গ্রিনিচের পূর্ব দিক থেকে এই রেখাটি অতিক্রম করার সময় তারিখ ১ দিন কমিয়ে নিতে হয়।
Read More
- টীকা লেখো : স্থানীয় সময়।
- টীকা লেখো : ভারতীয় প্রমাণ সময়
- টীকা লেখো : প্রমাণ সময়।
- টীকা লেখো : প্রতিপাদ স্থান।
- টীকা লেখো : am ও pm
- টীকা লেখো : দ্রাঘিমা।
- টীকা লেখো : অক্ষাংশ।
- টীকা লেখো : নিরক্ষরেখা এবং মূল মধ্যরেখা।
- টীকা লেখো : মহাবৃত্ত।
- টীকা লেখো : গ্রিনিচের সময়।
- টীকা লেখো : সমাক্ষরেখা ও দেশান্তর বা দ্রাঘিমারেখা।
Leave a reply
You must login or register to add a new comment .