ভারতের প্রমাণ সময় গ্রিনিচের সময় থেকে ৫ ঘণ্টা ৩০ মিঃ এগিয়ে থাকে। ৮২\tfrac{১}{২}^{\circ} পূঃ দ্রাঘিমা স্থানীয় সময় অনুসারে ভারতের প্রমাণ সময় নির্ধারণ করা হয়। সুতরাং ভারতের প্রমাণ সময় গ্রিনিচের সময় থেকে ৮২\tfrac{১}{২}^{\circ}\times ৪ মিঃ = ৫ ঘণ্টা ৩০ মিনিট এগিয়ে থাকে। ৮২\tfrac{১}{২}^{\circ} পূর্ব দ্রাঘিমা গ্রিণিচ থেকে ৮২\tfrac{১}{২}^{\circ} পূর্বে অবস্থিত। সুতরাং নিয়মানুসারে গ্রিনিচের সময়ের তুলনায় ৮২\tfrac{১}{২}^{\circ} পূর্ব দ্রাঘিমার সময় অগ্রগামী হবে।
Leave a reply
You must login or register to add a new comment .