বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে সংবাদপত্রের ভূমিকা
বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে সংবাদপত্রগুলি এক উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তাঁর ‘বেঙ্গলি’ এবং কৃথ্বকুমার মিত্র সম্পাদিত ‘সঞ্জীবনী’ পত্রিকা প্রথম থেকেই বঙ্গভঙ্গের বিরুদ্ধে প্রতিবাদে মুখর হয়। সঞ্জীবনী পত্রিকায় সমস্ত রকম বিদেশি দ্রব্য বর্জন স্বদেশি দ্রব্য ব্যবহারের আহ্বান জানানো হয়।
এছাড়াও ‘ইন্ডিয়ান নেশান’, ‘ইন্ডিয়ান মিরর’, ‘হিতবাদি’, ‘সন্ধ্যা’, ‘বসুমতী’, ‘বঙ্গবাসী’, ‘অমৃতবাজার পত্রিকা’ ‘নিউ ইন্ডিয়া’ ইত্যাদি পত্রিকা জনসাধারণের মধ্যে ব্রিটিশ বিরোধী মনোভাব জাগ্রত করে। মফস্সল থেকে প্রচারিত সংবাদপত্রগুলির মধ্যে ‘চারুমিহির’, ‘বরিশাল হিতৈষী’ ‘পল্লীচিত্র’ প্রভৃতি বঙ্গভঙ্গের বিরুদ্ধে প্রতিবাদে মুখর হয়ে ওঠে।
Frequently Asked Questions
স্বদেশ বান্ধব সমিতি’র প্রতিষ্ঠাতা কে?
অশ্বিনী কুমার দত্ত হলেন ‘স্বদেশ বান্ধব সমিতি’র প্রতিষ্ঠাতা।
কেশরি পত্রিকার সম্পাদক কে ছিলেন?
লোকমান্য বাল গঙ্গাধর তিলক ‘কেশরি’ পত্রিকার সম্পাদক ছিলেন।
‘সঞ্জীবনী’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
‘সঞ্জীবনী’ পত্রিকার সম্পাদক ছিলেন কৃষ্ণকুমার মিত্র।
অনুশীলন সমিতি’-র প্রতিষ্ঠাতা কে ছিলেন?
‘অনুশীলন সমিতি’র প্রতিষ্ঠাতা ছিলেন সতীশ চন্দ্র বসু।
সভা বৈঙ্গলি পত্রিকার সম্পাদক কে ছিলেন?
‘বেঙ্গলি’ পত্রিকার সম্পাদক ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।
Leave a reply
You must login or register to add a new comment .