বায়ুমন্ডল
ভূ-পৃষ্ঠ থেকে ঊর্ধ্বে যে আবরণ পৃথিবীকে বেষ্টন করে আছে, তাকে বায়ুমণ্ডল বলে। বায়ুমণ্ডলকে চোখে দেখা যায় না, তবু আমরা এর অস্তিত্ব অনুভব করতে পারি। পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির জন্য বায়ুমণ্ডল পৃথিবীর আবর্তনের সঙ্গে আবর্তিত হতে থাকে।
নাইট্রোজেন (৭৮.১%), অক্সিজেন (২০.৯%) এবং ১% ওজোন, কার্বন ডাই অক্সাইড প্রভৃতি বিভিন্ন গ্যাসের মিশ্রণ, জলীয়বাষ্প এবং নানান রকমের সূক্ষ্ম জৈব ও অজৈব কণিকা (ধুলো, ধোঁয়া, বালি প্রভৃতি) নিয়ে বায়ুমণ্ডল গঠিত।
বায়ুমণ্ডলের ঊর্ধ্বসীমা ভূ-পৃষ্ঠ থেকে প্রায় ১,০০০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হলেও বায়ুমণ্ডলের প্রায় ৯৭% বায়ুই সমুদ্রপৃষ্ঠ থেকে ৩০ কিলোমিটার উচ্চতার মধ্যে অবস্থান করে। এছাড়া ভূ-পৃষ্ঠ থেকে ১০০ কিমি পর্যন্ত বিস্তৃত বায়ুস্তর ভূ-পৃষ্ঠের আবহাওয়া ও জলবায়ুকে
অনেকাংশে প্রভাবিত করে।
গভীরতা অনুসারে বায়ুমণ্ডলকে কয়েকটি শ্রেণিতে ভাগ করা যায়,যথা :
(১) ট্রোপোস্ফিয়ার (ভূ-পৃষ্ঠ থেকে ৮০ কিমি. উচ্চতা পর্যন্ত বায়ুস্তর), (২) স্ট্র্যাটোস্ফিয়ার
(১৮-৮০ কিমি. উচ্চতা পর্যন্ত), (৩) আয়নোস্ফিয়ার (৮০-৬৪০ কিমি. উচ্চতা পর্যন্ত), (৪) এক্সোস্ফিয়ার (৬৪০ কিমির বেশি উচ্চতা পর্যন্ত) এবং (৫) ম্যাগনেটোস্ফিয়ার (৬৪০ কিমি. থেকে আরও ওপর পর্যন্ত বিস্তৃত বায়ুস্তর)।
গঠন বিন্যাসের তারতম্য অনুসারে বায়ুমণ্ডলকে দুটি শ্রেণিতে ভাগ করা যায়, যথা :
(ক) হোমোস্ফিয়ার (ভূপৃষ্ঠ থেকে ৮০ কিমি. উচ্চতা পর্যন্ত বিস্তৃত বায়ুস্তর) এবং (খ) হেটেরোস্ফিয়ার (৮০ কিমির ওপরের বায়ুস্তর)। হোমোস্ফিয়ার প্রধানত নাইট্রোজেন, অক্সিজেন প্রভৃতি বিভিন্ন গ্যাসের মিশ্রণ, জলীয় বাষ্প এবং নানারকম অতি সূক্ষ্ম জৈব ও অজৈব কণিকা দিয়ে গঠিত। হেটেরোস্ফিয়ার প্রধানত: আণবিক নাইট্রোজেন স্তর, পারমাণবিক অক্সিজেন স্তর, হিলিয়াম স্তর এবং হাইড্রোজেন স্তর দিয়ে গঠিত।
Read More
- টীকা লেখো : হেটেরোস্ফিয়ার।
- টীকা লেখো : হোমোস্ফিয়ার।
- টীকা লেখো : আয়নোস্ফিয়ার।
- টীকা লেখো : ট্রপোপজ।
- টীকা লেখো : স্ট্রাটোস্ফিয়ার।
- টীকা লেখো : ট্রোপোস্ফিয়ার।
- টীকা লেখো : বায়ুমণ্ডলের উপাদান।
Frequently Asked Questions
বায়ুমণ্ডলের সর্বপ্রধান গ্যাসীয় উপাদান কী?
নাইট্রোজেন।
বায়ুমণ্ডলের কোন গ্যাসীয় উপাদান তাপ শোষণে পারদর্শী?
কার্বন ডাই-অক্সাইড।
বায়ুমণ্ডলের কোন স্তরে সুমেরু প্রভার মতো আলো দেখা যায়?
আয়নোস্ফিয়ারে।
বায়ুমণ্ডলের কোন স্তরে বায়ুপ্রবাহ, বৃষ্টিপাত প্রভৃতি দেখা যায় না?
স্ট্রাটোস্ফিয়ারে।
বায়ুমণ্ডলের কোন উপাদান জলবায়ু নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা গ্রহণ করে?
কার্বন ডাই-অক্সাইড।
Leave a reply
You must login or register to add a new comment .