বায়ুমণ্ডলের উপাদান
বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদানগুলিকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা যায়, যথা : (১) গ্যাসীয় উপাদান (২) জলীয় বাষ্প ও (৩) জৈব ও অজৈব কণিকা। গ্যাসীয় উপাদানের মধ্যে বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ সর্বাধিক (৭৮.১%) এবং তার পরেই অক্সিজেনের স্থান (২০.৯%)। এরা ছাড়া বায়ুমণ্ডলের গ্যাসীয় উপাদানের বাকি ১% কার্বন ডাই-অক্সাইড, আর্গন, নিওন, হিলিয়াম, ক্রিপটন, জেনন, হাইড্রোজেন, মিথেন, নাইট্রাস অক্সাইড, ওজোন প্রভৃতি গ্যাস দ্বারা গঠিত।
গ্যাসীয় উপাদান ছাড়া বায়ুমণ্ডলের অন্যান্য উপাদান হল জলীয় বাষ্প এবং খনিজ লবণ, বালুকণা, উল্কার ভস্ম, কয়লার গুঁড়ো প্রভৃতি জৈব ও অজৈব কণিকা।
বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদানের গুরুত্ব
গ্যাসীয় উপাদান
বায়ুতে উপস্থিত বিভিন্ন গ্যাসের মধ্যে নাইট্রোজেন বায়ুতে নিষ্ক্রিয় গ্যাস হিসেবে অবস্থান করলেও বায়ুর নাইট্রোজেন বিভিন্ন রাসায়নিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে উদ্ভিদের গ্রহণযোগ্য খাদ্যে পরিণত হয় । অক্সিজেন জীবের শ্বাসকার্য, শক্তি উৎপাদন ও তাপ বৃদ্ধিতে সহায়তা করে;
কার্বন ডাই-অক্সাইড উদ্ভিদের খাদ্য উৎপাদন, সৌরতাপ শোষণ ও বণ্টনে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে এবং বায়ুতে অবস্থিত ওজোন গ্যাস প্রাণীজগতের পক্ষে ক্ষতিকর সূর্যালোকের অতি বেগুনি রশ্মিকে ভূ-পৃষ্ঠে আসতে বাধা দেয়।
জলীয় বাষ্প
বায়ুমণ্ডলের জলীয় বাষ্প সৌরতাপ শোষণ করে এবং ভূ-পৃষ্ঠ থেকে তাপ বিকিরণে বাধা দেয়। মূলত জলীয়বাষ্পের উপস্থিতির জন্যেই মেঘ,বৃষ্টি, তুষারপাত, কুয়াশা প্রভৃতির সৃষ্টি হয়।
Read More
Leave a reply
You must login or register to add a new comment .