স্যাডলার কমিশন
ভারতে উচ্চ শিক্ষার প্রসারের জন্য ১৯১৭ খ্রিস্টাব্দে স্যার মাইকেল স্যাডলারের সভাপতিত্বে একটি কমিশন নিয়োগ করা হয়। স্যার আশুতোষ মুখোপাধ্যায় ছিলেন এই কমিশনের অন্যতম সদস্য। এটি কলিকাতা বিশ্ববিদ্যালয় কমিশন নামেও পরিচিত।
শুধুমাত্র কলিকাতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিকাঠামোর উন্নতির জন্য বড়োলাট চেমসফোর্ডের সময় এই কমিশন গঠিত হয়েছিল। কমিশন মাধ্যমিক শিক্ষাকে বিশ্ববিদ্যালয়ের হাত থেকে সরিয়ে পৃথক পর্ষদ গঠনের পরামর্শ দেয়।
কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশ
কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশগুলি হল—
(১) স্কুলের শিক্ষার পর ও বিশ্ববিদ্যালয়ে প্রবেশের আগে দু-বছর মেয়াদি মধ্যবর্তী শিক্ষার ব্যবস্থা করা ;
(২) তিন বছরের স্নাতক শিক্ষাক্রমের প্রচলন ;
(৩) আবাসিক বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা ;
(৪) বিজ্ঞান ও কারিগরি শিক্ষার জন্য উচ্চতর পাঠ্যক্রমের প্রবর্তন।
১৯১৯ খ্রিস্টাব্দে মন্টেগু-চেমসফোর্ড সংস্কার আইনে এই কমিশনের সুপারিশ কার্যকারী করার প্রয়াস নেওয়া হয়।
Leave a reply
You must login or register to add a new comment .