সুমেরু প্রভা ও কুমেরু প্রভা
২১শে মার্চ থেকে ২৩শে সেপ্টেম্বর পর্যন্ত পৃথিবী তার কক্ষপথে এমনভাবে অবস্থান করে যে ছায়াবৃত্ত উত্তর গোলার্ধের সমাক্ষরেখাগুলিকে বেশি করে আলোকিত করে এবং সুমেরু সর্বদাই আলোকিত অংশে থাকে, এর ফলে সুমেরুতে ক্রমাগত ৬ মাস দিন হয়।
বিপরীতক্রমে কুমেরু তখন ক্রমাগত ৬ মাস অন্ধকার অংশে থাকে। ফলে সেখানে ক্রমাগত ৬ মাস রাত্রি থাকে। ২৩শে সেপ্টেম্বর থেকে ২১শে মার্চ পর্যন্ত অনুরুপভাবে কুমেরু ক্রমাগত ৬ মাস আলোকিত অংশে থাকে এবং সুমেরু অন্ধকারে থাকে। ফলে সুমেরুতে তখন ক্রমাগত রাত্রি এবং কুমেরুতে ক্রমাগত দিন অনুষ্ঠিত হয়। উভয় মেরু অঞ্চলে এই রকম ৬ মাস ধরে অন্ধকারের সময় মাঝে মাঝে আকাশে রামধনুর মতো অস্পষ্ট আলো দেখা যায়। এই আলোকে সুমেরু অঞ্চলে সুমেরু প্রভা এবং কুমেরু অঞ্চলে কুমেরু প্রভা বলে।
Frequently Asked Questions
66½° দক্ষিণ সমাক্ষরেখাকে কী বলে ?
কুমেরু বৃত্ত।
Leave a reply
You must login or register to add a new comment .