অপসূর ও অনুসূর
পৃথিবী নিজের মেরুদণ্ডের ওপর অবিরাম ঘুরতে ঘুরতে উপবৃত্তাকার কক্ষপথে ঘড়ির কাঁটার বিপরীত দিকে এবং নির্দিষ্ট সময়ে সূর্যের চারদিকে ঘুরছে। পৃথিবীর উপবৃত্তাকার কক্ষের একটি নাভিতে সূর্য অবস্থান করছে। এরফলে সূর্য ও পৃথিবীর মধ্যে দূরত্ব সবসময় সমান থাকে না। বছরের একসময় পৃথিবী থেকে সূর্যের দূরত্ব ক্রমশ বাড়তে থাকে, আর এক সময় এই দূরত্ব ক্রমশ কমতে থাকে।
৪ঠা জুলাই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি হয়, প্রায় ১৫ কোটি ২০ লক্ষ কিলোমিটার। একে পৃথিবীর অপসূর অবস্থান বলে। অপসূর অবস্থানের পর থেকে পৃথিবী সূর্যের ক্রমশ কাছে আসত কে এবং অনুসুরের দিন ওই দূরত্ব সবচেয়ে কম হয়। গ্রীষ্মকালে অপসূর অবস্থানের জন্য সূর্যকে ছোট দেখায়।
Leave a reply
You must login or register to add a new comment .