সৌরজগতের অর্থ
সূর্যের আকর্ষণে আমাদের পৃথিবীর মতো অনেক ছোটোবড়ো জ্যোতিষ্ক, যারা সূর্যের চারিদিকে ঘুরছে, তাদের একসঙ্গে সৌরজগৎ বা সৌর পরিবার বা সূর্যের পরিবার বলা হয়। সূর্য এই পরিবারের কর্তা। পৃথিবীসহ ৮টি গ্রহ ও তাদের বিভিন্ন উপগ্রহ, অসংখ্য গ্রহাণুপুঞ্জ, ধূমকেতু ও উল্কা সৌরজগতের অন্তর্গত।
সৌরজগৎ
সৌরজগতের কেন্দ্রস্থলে রয়েছে সূর্য। সূর্যের চারিদিকে ঘুরছে পৃথিবীসহ আটটি গ্রহ, যথা : বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। কোনো কোনো গ্রহের চারদিকে পরিক্রমণ করে এক বা একাধিক উপগ্রহ। গ্রহগুলি উপগ্রহ সমেত সূর্যের চারদিকে পরিক্রমণ করে। গ্রহ ও উপগ্রহ ছাড়া সৌরজগতের অন্তর্ভূত রয়েছে অসংখ্য গ্রহাণুপুঞ্জ, ধূমকেতু এবং উল্কা। এগুলিও নিজের নিজের কক্ষপথে সূর্যকে পরিক্রমণ করে। দূরত্ব অনুসারে বুধ সূর্যের নিকটতম ও প্লুটো দূরতম গ্রহ। পৃথিবীর নিকটতম গ্রহ মঙ্গল।
Frequently Asked Questions
পৃথিবীর প্রকৃত আকৃতি কেমন?
পৃথিবীর আকৃতি অভিগত গোলকের মতো।
পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব কত?
পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব হল প্রায় ১৫ কোটি কিলোমিটার।
সূর্যের নিকটতম ও দূরতম গ্রহের নাম কী?
বুধ সূর্যের নিকটতম গ্রহ এবং নেপচুন দূরতম গ্রহ।
মহাশূন্য বা মহাকাশ থেকে পৃথিবীকে কেমন দেখায়?
মহাশূন্য বা মহাকাশ থেকে পৃথিবীকে গোলকাকার দেখায়।
সৌরজগতের সবচেয়ে বড়ো গ্রহ এবং সবচেয়ে ছোটো গ্রহের নাম কী?
সৌরজগতের সবচেয়ে বড়ো গ্রহ বৃহস্পতি এবং সবচেয়ে ছোটো গ্রহ বুধ।
Leave a reply
You must login or register to add a new comment .