নেপালের নদনদীর বর্ণনা
কোশী, ঘর্ঘরা (সরযূ), কালীগণ্ডক, বাগমতী, সেতী, কালী প্রভৃতি নেপালের উল্লেখযোগ্য নদী। এদের প্রত্যেকটিই হিমালয় পর্বতের বরফ গলা জলে উৎপন্ন হয়ে পরে দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে ভারতে প্রবেশ করেছে এবং গঙ্গার সঙ্গে মিলিত হয়েছে। আগে এই সমস্ত নদীতে বন্যা হওয়ার ফলে নেপাল ও ভারতের প্রচুর ক্ষয়ক্ষতি হত।
বর্তমানে ভারত ও নেপালের যৌথ উদ্যোগে “বহুমুখী নদী পরিকল্পনা” কার্যকরী হওয়ায় (যেমন বাল্মীকি নগরে গণ্ডক নদীর ওপর এবং হনুমান নগরে কুশী নদীর ওপর বাঁধ) জলবিদ্যুৎ উৎপাদন, বন্যা নিবারণ এবং জলসেচের মাধ্যমে নেপাল এবং ভারত এই দুই দেশই লাভবান হয়েছে।
Leave a reply
You must login or register to add a new comment .