বনে আগুন লাগার ক্ষতিকর প্রভাব
পরিবেশের তাপমাত্রা বৃদ্ধি ও বায়ুদূষণ
আগুন লেগে বন নষ্ট হলে বাতাসে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব বাড়তে থাকে আর অক্সিজেনের ঘনত্ব কমতে থাকে, ফলে পরিবেশের তাপমাত্রা বৃদ্ধি পায়, আগুনে সৃষ্ট ধোঁয়ায় ক্ষতিকর গ্যাস বায়ুতে মিশলে বায়ুদূষণ ঘটে।
জলচক্র ব্যাহত হয়ে খরা বা বন্যার সৃষ্টি
আগুন লেগে বন নষ্ট হলে জলচক্র ব্যাহত হয়। গাছপালা বৃষ্টির জল শোষণ করতে না পারায় কখনও বন্যা কখনও খরা দেখা দেয়
ভূমিক্ষয়
দাবানলে বড়ো গাছগুলি পুড়ে যাওয়ার ফলে প্রবল বৃষ্টিপাতের সময় মাটির ক্ষয় বেড়ে যায়।
জলদূষণ
দাবানলে গাছপালা পুড়ে যে-ছাই তৈরি হয় তা বৃষ্টির জলে ধুয়ে জলাশয়ে মিশলে জলদূষণ ঘটে।
জীবের আবাসস্থল ধ্বংস ও জীববৈচিত্র্যের বিলোপ
বনে আগুন লাগলে আগুনে পুড়ে বহু প্রাণীর হঠাৎ মৃত্যু ঘটে ও বাকি প্রাণীরা আত্মরক্ষার তাগিদে আশ্রয় হারিয়ে দিশেহারা হয়, ফলে জীববৈচিত্র্যের বিলোপ ঘটে।
Read More
Leave a reply
You must login or register to add a new comment .