সুস্থায়ী উন্নয়নের প্রধান বাধা
সুস্থায়ী উন্নয়নের প্রধান বাধাগুলি ছিল রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, প্রশাসনিক, এবং পরিবেশ আইনসংক্রান্ত । নিন্মে তা বিস্তারিত আলোচনা করা হল ।
1. রাজনৈতিক বাধা
কোনো দেশের সুস্থায়ী উন্নয়ন ঘটানোর জন্য প্রয়োজন সেই দেশের রাজনৈতিক সদিচ্ছার। রাজনৈতিক দলগুলির মধ্যে প্রতিনিয়ত একে অন্যের প্রতি দোষারোপ, হিংসা সুস্থায়ী উন্নয়নের রাশকে টেনে ধরে। সুস্থায়ী উন্নয়নের পক্ষে তাই সমস্ত রাজনৈতিক দলগুলিকে মিলেমিশে কাজ করতে হবে।
2. সামাজিক বাধা
চরম দারিদ্র্য এবং অত্যধিক জনসংখ্যা বৃদ্ধি কোনো দেশের সুস্থায়ী উন্নয়নের গুরুত্বপূর্ণ বাধা হয়ে দাঁড়ায়। সাধারণত এশিয়া এবং আফ্রিকার বেশির ভাগ (প্রায় 37টি) দেশ খাদ্যসংকটের মধ্যে রয়েছে। অথচ ওই দেশগুলির জনসংখ্যার চাপ প্রতিদিন বেড়ে যাচ্ছে। তাই সুস্থায়ী উন্নয়ন ঘটাতে গেলে প্রয়োজন সঠিক পরিবার পরিকল্পনার।
3. অর্থনৈতিক বাধা
বর্তমান অর্থনীতি অনুযায়ী ধনী দেশগুলি আরও বিত্তবান হচ্ছে, অপরদিকে গরিব দেশগুলি আরও গরিব হয়ে যাচ্ছে। ধনী দেশগুলির শোষণনীতিই এর জন্য দায়ী। এই অশুভ শোষণনীতির ফলে গরিব দেশগুলির মানুষদের ক্রয়ক্ষমতা দিন দিন কমে যাচ্ছে। সময় বাধা হয়ে দাঁড়ায় ।
4. প্রশাসনিক বাধা
কোনো দেশের সুস্থায়ী উন্নয়নের ক্ষেত্রে অনেক সরকারি আমলাদের একাংশের অসহযোগিতা ও কাজের প্রতি অনীহা।
5. পরিবেশ আইনসংক্রান্ত বাধা
কোনো দেশে সুস্থায়ী উন্নয়ন ঘটাতে হলে পরিবেশ সংক্রান্ত আইনগুলিকে কঠোরভাবে প্রয়োগ করা প্রয়োজন।
Leave a reply
You must login or register to add a new comment .