ভৌম জল (Ground water)
ভূ-পৃষ্ঠে পতিত বৃষ্টিপাতের যে অংশ ভূ-পৃষ্ঠের মধ্য দিয়ে খুব ধীরগতিতে অনুপ্রবেশ করে ভূ-গর্ভে জলভাণ্ডার গড়ে তোলে তাকে ভৌম জল বলে। ভৌম জলের উপর মানুষ ভীষণভাবে নির্ভরশীল। জলসেচ, শিল্পকর্ম, গৃহস্থালি ও পানীয় জলের জন্য মানুষকে ভৌম জলের ওপর নির্ভর করতে হয়।
ভৌম জলদূষণের প্রধান উৎস
ভৌম জলদূষণের উৎসগুলি হল—
(i) গৃহস্থালির বর্জ্য পদার্থ
গৃহস্থালির বর্জ্য পদার্থ থেকে বিভিন্ন ভাবে ভৌম জলদূষণ ঘটে। যেমন –
- বর্জ্য পদার্থস্থিত জিপ্সাম, লবণ ইত্যাদি ভৌম জলদূষণ ঘটায়।
- জল শোধনাগার থেকে জল চুঁইয়ে ভৌম জলে নাইট্রোজেন ও ফসফরাসের পরিমাণ বৃদ্ধি করে।
- আবর্জনা ও পয়ঃপ্রণালীর নোংরা জল ভৌম জলকে দূষিত করে।
(ii) শিল্পজাত বর্জ্য পদার্থ
- সিসা, পারদ, ক্যাডমিয়াম, আর্সেনিক প্রভৃতি বিষাক্ত ভারী ধাতুসমূহ।
- ধাতু নিষ্কাশনের ফলে উৎপন্ন ক্যাডমিয়াম ও ক্রোমিয়াম ভৌম জলদূষণ ঘটায়
- বিভিন্ন জৈব ও অজৈব দূষক দ্বারা ভৌম জল দূষিত হয়।
(iii) কৃষিজ বর্জ্য পদার্থ
- কৃষিকার্যে ব্যাপকভাবে ব্যবহৃত সার, কীটনাশক, আগাছানাশক প্রভৃতির প্রয়োগ।
- পরিতাক্ত উদ্ভিদ ও জীবজন্তুর দেহনিঃসৃত বর্জ্য পদার্থসমূহ।
- জলসেচের জন্য ব্যবহৃত জলের পুনঃপ্রবাহের ফলে ধাতব ও অধাতব আয়রনের বৃদ্ধিজনিত দূষণ ঘটায়।
(iv) কূপজনিত দূষণ
- বর্জ্য পদার্থ অপসারণের জন্য ব্যবহৃত কূপ থেকে দূষণ ।
- শিল্পজাত ও তেজস্ক্রিয় পদার্থজাত বর্জ্য অপসারণের জন্য ব্যবহৃত গভীর কূপ থেকে দূষণ ঘটে।
(v) অন্যান্য দূষণ
- দূষিত তরলের ধৌতকরণ।
- পরিবহনগত দুর্ঘটনা।
- বর্জ্য জলের শোধনের জন্য ব্যবহৃত উপহ্রদ বা সমুদ্র খাড়ি থেকে দূষণ।
Leave a reply
You must login or register to add a new comment .