Register Now

Login

Lost Password

Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.

Captcha Click on image to update the captcha .

Add question

শিক্ষায় ইন্টারনেটের ভূমিকা আলোচনা করো।

শিক্ষায় ইনটারনেটের ভূমিকা এককথায় অনস্বীকার্য। ইনটারনেট হল কম্পিউটার নির্মিত এক বিশেষপ্রকার আন্তর্জাতিক জাল যার মাধ্যমে বিশ্বের যে-কোনো প্রাপ্তের তথ্য অন্য প্রান্তে মুহূর্তের মধ্যে আদানপ্রদান করা যায়। শিক্ষাক্ষেত্রে ইনটারনেটের কয়েকটি ভূমিকা এখানে উল্লেখ করা হল

শিক্ষায় ইনটারনেটের ভূমিকা

[1] ইনটারনেটের মাধ্যমে শিক্ষাক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠান ও লাইব্রেরির মধ্যে পারস্পরিক দ্রুত যোগাযোগ বজায় রাখা যায়।

[2] পঠনপাঠনের জন্য বিভিন্ন বিষয়ের বইকে ইনটারনেটের মাধ্যমে সংরক্ষিত রাখা যায়। ছাত্রছাত্রীরা তাদের প্রয়োজনমতো এবং পছন্দমতো তথ্য ইনটারনেটের মাধ্যমে ডাউনলোড করতে পারে। এই ব্যবস্থাটিকে ইবুক (e-book) বলা হয়।

[3] শিক্ষার জন্য প্রয়োজনীয় বিভিন্ন তথ্য, যেমন—ছবি, রিপোর্ট, চিঠি ইত্যদি কম্পিউটার প্রযুক্তির মাধ্যমে ইনটারনেটের সাহায্যে অতি অঘবায়ে এক স্থান থেকে অন্য স্থানে পাঠানোও যায়।

[4] বিজ্ঞানের নবনব আবিষ্কারগুলির সঙ্গে ছাত্রছাত্রীরা ইনটারনেটের মাধ্যমে খুব সহজেই পরিচিত হওয়ার সুযোগ পায়।

[5] দূরশিক্ষার ক্ষেত্রে ছাত্রছাত্রীদের কাছে স্টাডি মেটিরিয়েল, পরীক্ষার নির্ঘণ্ট, পরীক্ষার ফলাফল দ্রুত পাঠানো যায়। অনেকক্ষেত্রে ইনটারনেটের মাধ্যমে অনলাইনে শিক্ষার্থীদের পরীক্ষা গ্রহণের ব্যবস্থাও করা যায়।

Leave a reply