বেনিয়ান ও মুৎসুদ্দি
অষ্টাদশ শতকের শেষপ্রান্তে শিল্পবিপ্লবের দরুন পশ্চিম ইউরোপীয় রাষ্ট্রগুলি অর্থনৈতিকভাবে বলীয়ান হয় এবং তাদের জীবনযাত্রার মান ক্রমশ উন্নত হয়। কাচামাল এবং উৎপাদিত শিল্পদ্রব্যের বাজারের জন্য তারা এশিয়া এবং আফ্রিকায় উপনিবেশ স্থাপনে সচেষ্ট হন। তৎসত্ত্বেও এশিয়ার উৎপাদিত কারিগরি শিল্পদ্রব্যগুলির (artisan products) চাহিদা বিশ্ববাজারে অক্ষুণ্ণ থাকে। এই বিশ্বব্যাপী পণ্য সরবরাহ এবং বিপুল আর্থিক মুনাফার চাবিকাঠি ছিল দেশীয় বণিক ও অর্থনৈতিক সংস্থাগুলির হাতে। বেনিয়ান ( Banian) ও মুৎসুদ্দি (Mutsuddi) নামে পরিচিত এই গোষ্ঠীগুলি পরবর্তীকালে ইউরোপীয় বণিক সংঘ ও দেশীয় রাজ্যগুলির মধ্যে মধ্যস্থতাকারীর (Intermediaries) কাজ করেন।
Leave a reply
You must login or register to add a new comment .