হাড়ের টিস্যু হল এক ধরনের সংযোগকারী টিস্যু যা প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং ফসফরাস লবণ ধারণ করে। হাড়ের টিস্যুগুলির প্রায় 25% হল জল, আরও 25% কোলাজেনের মতো প্রোটিন ফাইবার দিয়ে তৈরি। 50% হাড়ের টিস্যু হল খনিজ লবণের সংমিশ্রণ, প্রধানত ক্যালসিয়াম এবং ফসফরাস।
Leave a reply
You must login or register to add a new comment .