অরণ্য হ্রাসের কারণ
অরণ্যহ্রাসের কারণগুলি নিম্নরূপ :
(ক) অতিরিক্ত কাঠ আহরণ
কাঠ ও জ্বালানি কাঠের প্রয়োজনে অরণ্য থেকে কাষ্ঠাহরণ করাহয়ে থাকে। কাঠ খুবই মূল্যবান এবং বহুল ব্যবহৃত কাঁচামাল যা মানুষের অনেক প্রয়োজন মেটায়। গৃহ নির্মাণ, কৃষিকার্যে ব্যবহৃত উপকরণ, রেলের স্লিপার, খেলাধূলার সাজসরঞ্জাম, নৌকা, জাহাজ, কাগজ ও কান্ঠমণ্ড প্রভৃতি নানা প্রয়োজনে অরণ্য থেকে কাঠ আহরণ করা হয়।
চাহিদা ও যোগানের মধ্যে যথেষ্ট অসঙ্গতি আছে বলে অরণ্যগুলির ওপর বেশি চাপ রয়েছে এবং এর ফলে অরণ্য ছেদনের পরিমাণও বৃদ্ধি পেয়েছে। এতে ক্রমশ অরণ্যের সংকোচন ঘটেছে এবং বাস্তুতন্ত্র ভীষণ সংকটের সম্মুখীন হচ্ছে।
(খ) খননকার্য
আকরিক লোহা, কয়লা, অভ্র, চুচনাপাথর, ম্যাঙ্কানীজ ইত্যাদি খনিজ পদার্থ উত্তোলনের জন্য উনমুক্ত খনি খনন করা হয়। বনভূমি উজাড় করে এই ঘনিজগুলি থেকে যে হারে খনিজ পদর্থ উত্তোলন করা হচ্ছে উত্তোলনের পর আর সেগুলি পুরোনো অবস্থায় ফিরিয়ে দেওয়া হচ্ছে না বা সেই স্থানে নতুনভাবে কোনোরূপ গাছ লাগানোর ব্যবস্থাও করা হচ্ছে না। এর ফলে বিস্তীর্ণ অরণ্যভূমি বন্ধ্যাভূমিতে পরিণত হচ্ছে।
(গ) বাঁধ নির্মাণ
বহুমুখী নদী পরিকল্পনাগুলিতে প্রচুর পরিমাণ জল ধরে রাখার তাগিদে বাঁধের পশ্চাতে বিস্তীর্ণ জলাধার নির্মাণ করা হলে প্রাকৃতিক অরণ্য বিনষ্ট হয়। এই কারণেই গাড়োয়াল হিমালয়ের গঙ্গা নদীর উপর পরিকল্পিত তেহরী বাঁধ প্রকল্প এর বিরুদ্ধে চিপকো আন্দোলন সংগঠিত হয়েছিল। একইভাবে নর্মদা নদীর ওপর সর্দার সরোবর প্রকল্প ও ন্দিরা সাগর প্রকল্প দুটিরও বিরোধিতা করা হয়েছে। মেধা, পাটেকর, অরুন্ধতী রায় প্রমুখ পরিবেশবিদদের বক্তব্য ছিল, এই দুটি প্রকল্প রূপায়ণের ফলে যে বিপুল পরিমাণ অরণ্য বিনষ্ট হবে তাতে পরিবেশের ভারসাম্য বিঘ্নিত হবে।
(ঘ) আদিবাসীদের বিস্থাপন
ভারতবর্ষে বিভিন্ন বসবাসের জায়গার মধ্যে অরণ্য একটি প্রধান স্থান অধিকার করে এবং রাষ্ট্র বেশিরভাগ সময় এই এলাকাগুলো অধিগ্রহণ করায় বার বার এই সমস্ত উপজাতি সম্প্রদায় তাদের বসবাসের জায়গা থেকে বিস্তাপিত হয়েছে। মধ্য ভারতের গোল্ড, হো, মাড়িয়া কিংবা উত্তর ভারতের কূমায়ুনী, হিমাচলী প্রভৃতি কিংবা উত্তর পূর্ব বারতের ঘাসী, টোটো কিংবা দক্ষিণ ভারতের পাহাড়ীয় প্রভৃতি প্রান্তিক আদিবাসীরা বার বার বাস্তুচ্যুত হয়েছে। অরণ্য নির্ভর জীবন ও জীবিকা থেকে তারা স্থানান্তরিত হয়েছে। ভারতের অরণ্যের ওপর বরাবরই আদিবাসী ও প্রান্তিক মানুষদের অধিকার ছিল।
Leave a reply
You must login or register to add a new comment .