জার্মপ্লাজম কথাটির অর্থ
জার্মপ্লাজম (Germplasm) বলতে কোনো নির্দিষ্ট বৈশিষ্ট্য বা গুণসম্পন্ন জীব প্রজাতির প্রোটোপ্লাজমযুক্ত কোশ বা কোশসমষ্টিকে বোঝায়, যা থেকে ওই একই বৈশিষ্ট্য বা গুণসম্পন্ন নতুন প্রজাতি সৃষ্টি করা যায়।
এখানে নির্দিষ্ট বৈশিষ্ট্য বা গুণ হল সাধারণভাবে ওই প্রজাতির অর্থনৈতিক ও শারীরবৃত্তীয় গুরুত্ব বা গুণ।
Leave a reply
You must login or register to add a new comment .