হ্রদের বাস্তুতন্ত্র
একটি হ্রদের বাস্তুতন্ত্রে নিম্নলিখিত উপাদানগুলি দেখা যায়
(ক) জড় উপাদান
হ্রদের বাস্তুতন্ত্রে আলো, জল ও বিভিন্ন নাইট্রোজেন, সালফার, ফসফেট, ক্যালসিয়াম, প্রোটিন লিপিড, কার্বোহাইড্রেট ইত্যাদি পুষ্টিকর কিছু উপাদান জলে দ্রবীভূত অবস্থায় থাকে এবং কিছু অংশ ভাসমান কণা হিসাবে থাকে।
(খ) সজীব উপাদান
(১) উৎপাদক
সবুজ উদ্ভিদ ও সালোকসংশ্লেষকারী ব্যাকটিরিয়া সূর্যালোকের উপস্থিতিতে হ্রদের জল ও কাদা থেকে সংগৃহীত জল ও অন্যান্য অজৈব উপাদানের সাহায্যে খাদ্য উৎপাদন করে। এইসব খাদ্য উৎপাদকরা হল ম্যাক্রোফাইট এবং ফাইটোপ্লাঙ্কটন। অ্যাকোরাস, টাইফা, ওটোলিয়া, ভ্যাসিমনরিয়া, পিস্টিয়া ইত্যাদি হল ম্যাক্রোফাইট এবং ফাইটোপ্ল্যাঙ্কটন। অ্যাকোরাস, টাইফা, ওটোলিয়া, ভাসিমনেরিয়া, পিস্টিষ্ট ইত্যাদি হল ম্যাক্রোফাইট জাতীয় খাদ্য উৎপাদক। আর স্পাইরোগাইরা, ভরভক্স, ডায়াটম ইত্যাদি হল ফাইটোপ্ল্যাঙ্কটন জাতীয় খাদ্য উৎপাদক।
(২) খাদক
(i) প্রথম শ্রেণীর খাদক
প্রাণী প্ল্যাঙ্কটন, শুককীট যারা শাকাশী প্রাণী, জলজ উদ্ভিদ ‘খেয়ে বেঁচে থাকে তারা এই শ্রেণীর অন্তর্ভুক্ত।
(ii) দ্বিতীয় শ্রেণীর খাদক
ছোট আকারের মাছ ও জলজ পতঙ্গ হল দ্বিতীয় শ্রেণীর খাদক।
(iii) তৃতীয় শ্রেণীর খাদক
খুব বড়ো ধরনের মাছ, বক, গাংচিল, সাপ, পানকৌড়ি যারা অন্যান্য ছোট মাছ ও প্রাণীদের খায় তারা হল তৃতীয় শ্রেণীর খাদক।
(৩) বিয়োজক
হ্রদে বসবাসকারী উদ্ভিদ বিভিন্ন ধরনের ব্যাকটিরিয়া ও ছত্রাক বিয়োজকের ভূমিকা গ্রহণ করে। এবং জলের নীচে তলে কাদাযুক্ত এলাকায় অবস্থান করে এবং উদ্ভিদ বা প্রাণীর মৃত দেহাংশ বিয়োজিত করে নিজেদের দৃষ্টিসাধন করে।
Leave a reply
You must login or register to add a new comment .