প্রত্যক্ষ গণতন্ত্রের অসুবিধা
প্রত্যক্ষ গণতন্ত্রের অসুবিধাগুলি হল—
১) বৃহদায়তনবিশিষ্ট ও জনবহুল রাষ্ট্রের পক্ষে এ ধরণের শাসনব্যবস্থা অনুপযোগী।
২) রাষ্ট্র পরিচালনার জন্য প্রয়োজনীয় জ্ঞান-বুদ্ধি সাধারণ নাগরিকদের থাকে না।
৩) এ ধরনের শাসনব্যবস্থা বিশৃঙ্খলার ত্রুটিযুক্ত। তার ফলে জনস্বার্থের হানি ঘটার আশঙ্কা থাকে।
৪) কার্যত অল্পসংখ্যক লোকই শাসনকার্য পরিচালনায় যোগ দেয়। তার ফলে গোষ্ঠীস্বার্থে শাসনকার্য পরিচালিত হওয়ার আশঙ্কা থাকে।
৫) সাধারণ মানুষ অশিক্ষিত ও অজ্ঞ হলে প্রত্যক্ষ গণতন্ত্র নিকৃষ্ট শ্রেণির শাসনে পরিণত হয়।
৬) প্রত্যক্ষ গণতন্ত্রে দেশের সকল মানুষ মিলিত হয়ে রাষ্ট্র পরিচালনার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করে। দেশের সংকটকালীন পরিস্থিতিতে এভাবে দ্রুত ও দৃঢ় সিদ্ধান্ত গ্রহণ করা যায় না।
৭) সাধারণত জনগণ কোনো বিষয়ে সহজে একমত হতে পারে না। এই মতানৈক্যের বিরূপ প্রতিক্রিয়া শাসনকার্যে পরিলক্ষিত হয়।
৮) প্রত্যক্ষ গণতন্ত্রে আইন, শাসন ও বিচারবিভাগীয় কাজকর্মের মধ্যে তেমন সুষ্পষ্ট পার্থক্য থাকে না। তার ফলে শাসনকার্য পরিচালনার ক্ষেত্রে জটিলতা দেখা দিতে পারে।
৯) আজকের দিনের জনকল্যাণব্রতী রাষ্ট্রের কর্মমুখর শাসনব্যবস্থার পরিপ্রেক্ষিতে প্রত্যক্ষ গণতন্ত্র উপযুক্ত বিবেচিত হয় না।
Leave a reply
You must login or register to add a new comment .