বিটা বৈচিত্র্য
আন্তঃ প্রাকৃতিক বাসভূমি (habit) অথবা আন্তঃগোষ্ঠী (inter-community) জীববৈচিত্র্যকে বিটা বৈচিত্র্য বলা হয়। যেমন মরুভূমির বাসস্থলের (habit) অন্তর্গত। প্রসঙ্গত বিটা বৈচিত্র্য হল কোনা অঞ্চলের জীববৈচিত্র্য। এই ধরনের কোনো অঞ্চলের অন্তর্গত ছোটো ছোটো বাসস্থলে বসবাসকারী সব ধরনের জীবের সমষ্টি হল বিটা বৈচিত্র্য।
যেমন— ম্যানগ্রোভ অরণ্যের জীববৈচিত্র্য। উদ্ভিদ, প্রাণী ও অরণ্য সংরক্ষণের কাজে বিটা বৈচিত্র্য জানা দরকার হয়।
Leave a reply
You must login or register to add a new comment .