বিপর্যয়
বিপর্যয় বা ডিজাস্টার (Disaster) হল ভূপৃষ্ঠে বা ভূঅভ্যন্তরে সৃষ্ট কোনো বিরাট আকস্মিক ঘটনার ব্যাপক বহিঃপ্রকাশ। বিপর্যয়ের প্রভাব ও ক্ষয়ক্ষতি বিপুল। সাধারণত দুর্যোগের পরবর্তী অবস্থা হল বিপর্যয়। তবে সব দুর্যোগের ফলে বিপর্যয় নাও ঘটতে পারে। বিপর্যয় একটি দুর্ভাগ্যজনক ঘটনা যা উদ্ভিদ, প্রাণী ও মানুষের পক্ষে ভয়ানক ক্ষতিকর। এর ফলে পরিবেশের ক্ষতি হয়। মানুষ সমাজ ও অর্থনৈতিক জীবন বিপন্ন হয়।
Leave a reply
You must login or register to add a new comment .