প্রাকৃতিক পরিবেশ ও সামাজিক পরিবেশ উভয় ক্ষেত্রেই জনসংখ্যা বৃদ্ধির প্রভাব লক্ষ্য করা যায়।
প্রাকৃতিক পরিবেশের উপর জনসংখ্যা বৃদ্ধির প্রভাব
অরণ্যের পরিমাণ হ্রাস
অতিরিক্ত জনসংখার চাপে খাদ্যের জন্য কৃষিজমির প্রসার ঘটাতে হয় এবং বাসস্থানের জন্য অতিরিক্ত জমির ব্যবস্থা করতেহয়। এজন্যই ক্রমান্বয়ে বনভূমি হয়ে চলেছে।
অরণ্য সম্পদের ক্রমহ্রাসমান যোগান
অরণ্য সম্পদের মধ্যে উল্লেখযোগ্য হল কাঠ, কাগজ, নিউজ প্রিন্ট, রজন, আঠা, রাসায়নিক তন্তু, ধুনা, পিচ, খেলাধূলার সাজ-সরঞ্জাম, দেশলাই কাঠি প্রভৃতি। এই নিত্য প্রয়োজনীয় বস্তুগুলি যে বনভূমি থেকে পাওয়া যায় তা অধিক জনসংখ্যার প্রভাবে নগরায়ণ, শিল্পায়ন ও কৃষিকার্যের দরুণ হ্রাস পাচ্ছে।
দূষণের মাত্রা বৃদ্ধি
বিগত আড়াইশো বছরে প্রায় ৭৫ থেকে ৬০০ কোটি মানুষের সংখ্যা বেড়েছে। এই বর্ধিত চাহিদা মেটানোর জন্য বনভূমি পরিণত হয়েছে কৃষি ভূমিতে, এই কৃষি ভূমিতে আবার দো-ফসলী, তিন ফসলী করার জন্য অবাধে রাসায়নিক সার প্রয়োগ করা হয়েছে। এতে মাটি হয়েছে আম্লিক। নদী থেকে খাল কেটে জলসেচের জন্য জল সরবরাহ করা হয়। এর ফলে নদী হারায় তার পলি, বালি বহনের ক্ষমতা। নদীর বুকে বাঁধ দিয়ে জল ধরে রাখার ফলে বর্ষার সময় বন্যা দেখা দেয়। সেইসাথে মানুষের তৈরী কলকারখানা, ঘরবাড়ি থেকে নির্গত বর্জ্য ধোঁয়া, গৃহস্থালীর আবর্জনা জল, মাটি ও বাতাসকে দূষিত করে। এর ফলে পরিবেশের অবক্ষয় ঘটে।
খনিজ সম্পদের ক্রমহ্রাসমান যোগান
জনসংখ্যা বৃদ্ধির জন্য ক্রমবর্ধমান শক্তির চাহিদা মেটাতে কয়লা, লোহা, খনিজ তেল ইত্যাদি অতি প্রয়োজনীয় সম্পদ আরও বেশি করে উত্তোলনের জন্য নতুন নতুন খনি খনন করা হচ্ছে। সমুদ্রের গভীরেও খনির অনুসন্ধানের কাজ চলছে। এর ফলে খনিজ সম্পদের পরিমাণ হ্রাস পাচ্ছে।
জীবের অস্তিত্ব বিলুপ্ত
ক্রমবর্ধনশীল জনসংখ্যার ব্যবস্থানের ব্যবস্থা করার জন্য বন্যপ্রাণী ও উদ্ভিদের স্বাভাবিক বাসস্থান গ্রাস করা হয়। এর ফলে বহুসংখ্যক বন্যপ্রাণী ও উদ্ভিদের মৃত্যু হয়, অনেক ক্ষেত্রে বহু প্রজাতির জীবের অস্তিত্ব বিলুপ্ত
Leave a reply
You must login or register to add a new comment .