তরল পদার্থ
সাধারণ অবস্থায় যে-পদার্থের নির্দিষ্ট আয়তন আছে, কিন্তু আকার নেই এবং ধারক পাত্রের আকার ধারণ করে, তাকে তরল পদার্থ বলে। যেমন— তেল, জল, দুধ ইত্যাদি।
তরল পদার্থের বৈশিষ্ট্য
1. নির্দিষ্ট তাপ ও চাপে তরলের নির্দিষ্ট আয়তন থাকলেও নির্দিষ্ট আকার নেই।
2. চাপ প্রয়োগে তরলের আয়তন সামান্য কমে।
3. তরলে তাপ প্রয়োগ করলে আয়তন বৃদ্ধি পায়। উন্নতা বাড়তে বাড়তে একটি নির্দিষ্ট উন্নতায় এসে (স্ফুটনাঙ্ক) তরলের অবস্থার পরিবর্তন হয় এবং বাষ্পীভবনের লীনতাপ গ্রহণ করে তরলটি গ্যাসীয় অবস্থায় আসে।
4. সাধারণ উন্নতায় তরলের উপরিতল থেকে সবসময় বাষ্পায়ন হয়।
5. তরলের তাপ নিষ্কাশন করলে একটি নির্দিষ্ট উন্নতায় (হিমাঙ্ক) এলে তরলের অবস্থার পরিবর্তন হয় ও তরল লীনতাপ বর্জন করে কঠিনে পরিণত হয়।
6. স্থির অবস্থায় তরলের উপরিতল সর্বদা অনুভূমিক হয়। তরলের সমোচ্চশীলতা ধর্ম আছে।
Leave a reply
You must login or register to add a new comment .