আলোকের অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনেক জন্যই এরকম ঘটে। কচুপাতার ওপর অনেক সূক্ষ্ম রোম থাকে। এই সূক্ষ্ম রোম- গুলির মধ্যে বায়ু আটকে থাকে। কচুপাতা সিক্ত হয় না তাই, রোমগুলির ওপর জল গোলকের আকারে অবস্থান করে। এভাবে প্রতিটি জলবিন্দুর তলায় বায়ু আটকে যায়। বাইরে থেকে আলো এসে জলবিন্দুর ভেতরে প্রতিসৃত হয়।
যেসব আলোকরশ্মি জল (ঘন মাধ্যম) ও বায়ুর (লঘু মাধ্যম) বিভেদতলে মাধ্যমদ্বয়ের সংকট কোণের (49°) চেয়ে বেশি কোণে আপতিত হয়, সেসব আলোকরশ্মিগুচ্ছের অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটে। বায়ু ও জলের বিভেদতল এখানে প্রতিফলকের কাজ করে, তাই জলবিন্দুগুলির ঔজ্জ্বল্য বাড়ে ও সেগুলি মুক্তোর মতো চকচকে করে।
Leave a reply
You must login or register to add a new comment .