প্রতিসরণের সূত্র
1. আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি ও আপতন বিন্দুতে দুই মাধ্যমের বিভেদতলের ওপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে।
2. দুটি নির্দিষ্ট মাধ্যমে এবং নির্দিষ্ট বর্ণের আলোর ক্ষেত্রে আপতন কোণের সাইন (sine) ও প্রতিসরণ কোণের সাইন (sine)-এর অনুপাত সর্বদা ধ্রুবক হয়। এটি স্নেলের সূত্র নামে পরিচিত।
\frac{\sin i}{\sin r} = µ (ধ্রুবক)
µ-কে দুই মাধ্যমের প্রতিসরাঙ্ক বলা হয়।
Leave a reply
You must login or register to add a new comment .