আলোকের প্রতিসরণ
আলোকরশ্মি কোনো সমসত্ত্ব স্বচ্ছ মাধ্যমের মধ্য দিয়ে যেতে যেতে ভিন্ন আলোকীয় ঘনত্বের অন্য কোনো সমসত্ত্ব স্বচ্ছ মাধ্যমের বিভেদতলে তির্যকভাবে আপতিত হলে দ্বিতীয় মাধ্যমে প্রবেশের সময় ওর গতির অভিমুখ পরিবর্তিত হয়। দ্বিতীয় মাধ্যমে আলোকরশ্মির এরূপ পথ পরিবর্তনের ঘটনাকে আলোকের প্রতিসরণ বলে।
Leave a reply
You must login or register to add a new comment .