হিরের উপর আলো পড়লে হিরেকে খুব উজ্জ্বল দেখানোর কারণ
হিরের প্রতিসরাঙ্ক (2.42) খুব বেশি। ফলে বায়ুর সাপেক্ষে হিরের সংকট কোণের মান (245) বেশ কম হয়।
এখন হিরককে এমনভাবে কাটা হয় যেন এর বহুসংখ্যক পৃষ্ঠতল থাকে। বাইরের আলো হিরের মধ্য দিয়ে প্রতিসৃত হয়ে প্রতিসৃত রশ্মিগুচ্ছ হিরের অভ্যন্তরে বিভিন্ন তলে আপতিত হয়। এক্ষেত্রে হিরক ঘন মাধ্যম এবং বায়ু লঘু মাধ্যম হিসাবে কাজ করে। হিরক ও বায়ুর সংকট কোণের মান কম হওয়ায় হিরের অভ্যন্তরে মাধ্যমদ্বয়ের বিভেদতলে সংকট কোণের থেকে বেশি কোণে আপতিত হয় ফলে হিরের অভ্যন্তরেই বেশিরভাগ রশ্মির পূর্ণ প্রতিফন ঘটে। হিরকের বিভিন্ন তলে বারবার পূর্ণ প্রতিফলনের ফলে হিরের ভিতর থেকে ওই আলোকরশ্মিগুচ্ছ কয়েকটি তল থেকে ঘনীভূত হয়ে নির্গত হয়। সেজন্য হিরেকে খুবই উজ্জ্বল দেখায়।
Leave a reply
You must login or register to add a new comment .