ভারতে পাট শিল্পের সমস্যা
বর্তমানে ভারতের পাট শিল্প কতকগুলি সমস্যার সম্মুখীন। এগুলির মধ্যে প্রধান হল—
বাজারে বিকল্প তন্তুর আগমন
কাপড়ের থলে , কাগজের ব্যাগ , পলিথিন , প্লাস্টিক প্রভৃতি বিকল্প তন্তু বাজারে আসার ফলে পাটের বাজার অনেকটা সংকুচিত হয়েছে।
আন্তর্জাতিক বাজারে তীব্র প্রতিদ্বন্দ্বিতা
বর্তমানে রপ্তানি বাণিজ্যে বাংলাদেশ এবং থাইল্যান্ড ভারতের তীব্র প্রতিদ্বন্দ্বী। বাংলাদেশের পাট খুবই উৎকৃষ্ট মানের এবং পাটকলগুলিও নতুন। এজন্য বাংলাদেশ সস্তায় ভালো জিনিস উৎপাদন করতে পারে।
পুরোনো যন্ত্রপাতি
ভারতের অধিকাংশ পাটকল চালু হয়েছে সেই ইংরেজ আমলে। ওইসব পুরোনো যন্ত্রপাতি দিয়ে উন্নত ধরনের ভালো জিনিস তৈরি করা যায় না।
রপ্তানি শুল্কের উচ্চহার
পাটজাত দ্রব্য রপ্তানি করতে হলে সরকারকে খুব বেশি রপ্তানি শুল্ক দিতে হয়। এজন্য পাটজাত দ্রব্যের দাম বেড়ে যায়।
পরিচালন ব্যবস্থার ত্রুটি ও শ্রমিক অসন্তোষ
পরিচালন ব্যবস্থার ত্রুটি এবং শ্রমিক অসন্তোষের জন্য প্রায়শই পাটকলগুলিতে ‘ লক আউট ’ , ‘ লে অফ ’ ঘোষণা করা হয়।
পাট শিল্পের প্রতি অবহেলা
পাট শিল্পের প্রতি পাটকল মালিকদের চূড়ান্ত অবহেলার ফলে পার্ট শিল্পের সমস্যা আরও গভীর হয়েছে। এইসব বিভিন্ন কারণে বিগত কয়েক বছরে বেশ কয়েকটি পাটকল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে এবং পশ্চিমবঙ্গ তথা ভারতের পাট শিল্প তার পূর্ব গৌরব অনেকটাই হারিয়েছে।
ভারতে পাট শিল্পের সমস্যার সমাধানে গৃহীত ব্যবস্থা
পাট শিল্পের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য বর্তমানে কিছু কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে , যেমন—
- পাটজাত দ্রব্যের উৎকর্ষ বাড়ানোর জন্য উন্নত মানের পাট চাষ করার ব্যবস্থা হয়েছে এবং এজন্য ‘ পাট উন্নয়ন পরিষদ ‘ গঠিত হয়েছে।
- নতুন নতুন যন্ত্রপাতি বসিয়ে পাটকলগুলির আধুনিকীকরণের জন্য সরকার উদার হস্তে ঋণদানের ব্যবস্থা করেছেন।
- পাটজাত দ্রব্যের রপ্তানি বাড়ানোর জন্য রপ্তানি শুল্ক কমানো হয়েছে এবং ‘ রপ্তানি প্রসার কমিটি ’ গঠন করা হয়েছে।
- পাট থেকে শুধু চট , থলে বা দড়ি নয় , নতুন নতুন সামগ্রী , যেমন — পাট বস্ত্র , কাগজ , কার্পেট , ঘর সাজানোর শৌখিন দ্রব্য প্রভৃতি তৈরির মাধ্যমে পাটজাত সামগ্রীর চাহিদা বা বাজার বাড়ানোর জন্য গবেষণা শুরু হয়েছে।
- অভ্যন্তরীণ বাজারে পাটজাত সামগ্রীর ব্যবহার বাড়ানোর উদ্দেশ্যে সিমেন্ট শিল্প সহ আরও কয়েকটি শিল্পে চটের ব্যাগের ব্যবহার আবশ্যিক করার প্রচেষ্টা শুরু হয়েছে।
Leave a reply
You must login or register to add a new comment .