আকরিক লোহার ব্যবহার
আকরিক লোহা সবচেয়ে বেশি ব্যবহৃত হয় 一
(1) কাঁচামালরূপে লোহা ও ইস্পাত কারখানায়। লোহা ও ইস্পাত কারখানায় আকরিক লোহা গলিয়ে যে বিশুদ্ধ লোহা উৎপাদিত হয় , তার সঙ্গে ম্যাঙ্গানিজ , নিকেল , টাংস্টেন প্রভৃতি লোহা সংকর ধাতু মিশিয়ে তৈরি করা হয় ইস্পাত। আকরিক লোহা থেকে উৎপাদিত লোহা ও ইস্পাত নানা কাজে ব্যবহার করা হয় , যেমন—
- বড়ো বড়ো যন্ত্রপাতি নির্মাণে ,
- জাহাজ , রেলইঞ্জিন , রেলগাড়ির চাকা , ফিশপ্লেট প্রভৃতি তৈরিতে ,
- কাস্তে , কোদাল , লাঙল , ট্রাক্টর প্রভৃতি কৃষি যন্ত্রপাতি নির্মাণে ,
- বিভিন্ন প্রকার সমরাস্ত্র নির্মাণে ,
- খুন্তি , কড়া , সাঁড়াশি প্রভৃতি ঘর গৃহস্থালির সাজসরঞ্জাম তৈরিতে ,
- রড , বিম প্রভৃতি গৃহ নির্মাণের সামগ্রী তৈরিতে ,
- বাস , লরি , ট্রাক প্রভৃতি যানবাহনের উপকরণ নির্মাণে এবং
- কলকারখানা , সেতু প্রভৃতি নির্মাণে।
এছাড়া , আকরিক লোহা খুব অল্প পরিমাণে (2) রং উৎপাদনের কাজে , (3) কনট্যাকট পদ্ধতিতে হাইড্রোজেন উৎপাদনের জন্য এবং (4) কয়লা ধৌতাগারে ভারী দ্রবণের সঙ্গে ব্যবহৃত হয়।
Leave a reply
You must login or register to add a new comment .