নারী শিক্ষার প্রয়োজনীয়তা
নারী শিক্ষার বিষয়টি আমাদের সামাজিক অগ্রগতি ও অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে অপরিহার্য বিষয় হিসাবে জড়িত। আধুনিক সমাজে নারী-পুরুষ নির্বিশেষে সকলেরই মৌলিক অধিকার সমান ও অভিন্ন। একুশ শতকে পদার্পণ করে বর্তমান বিশ্ব যে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক পরিবর্তনে অংশগ্রহণ করছে নারী সেখান এক অপরিহার্য অংশীদার। কিন্তু অজ্ঞানতা ও অশিক্ষায় পশ্চাদপদ নারীর পক্ষে সেই প্রত্যাশিত ভূমিকা পালন করা সম্ভব নয়। তাই নারী শিক্ষার প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছে।
Leave a reply
You must login or register to add a new comment .